তিন রানের অপেক্ষায় রেখে ফিরলেন ইমরুল
বাংলাদেশের অষ্টম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দুই হাজার রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন ইমরুল কায়েস। পার্লে নামার আগে ৭১ রান প্রয়োজন ছিল। এগোচ্ছিলেন দেখেশুনেই। তবে ছোঁয়া হয়নি। তিন রানের অপেক্ষায় রেখে ৬৮ করে সাজঘরে ফিরেছেন বাঁহাতি ওপেনার। বোল্যান্ড পার্কে স্বাগতিক সাউথ আফ্রিকার ছুঁড়ে দেয়া ৩৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওয়ানডেতে ইমরুল-মুশফিক জুটিতে লড়াই জমিয়ে তুলেছে বাংলাদেশও। ইমরুলের বিদায়ে ৯৩ রানে জুটি ভেঙে গেছে। মুশফিক ফিফটি তুলে ৫৩ রানে লড়াই চালিয়ে যাচ্ছেন, সঙ্গী হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দেড়শ পেরিয়েছে বাংলাদেশের সংগ্রহ। আগে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল (২৩) ও লিটন দাস (১৪)। ৬৯ রানে ২ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন ইমরুল-মুশফিক। ইমরুলের পথে ধরে দ্রুত ফিরে গেছেন সাকিব আল হাসানও (৫)। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ২ হাজার বা তার বেশি রান করেছেন হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তিন রানের অপেক্ষা ঘুচিয়ে ইমরুল দ্রুতই যোগ দেবেন তাদের কাতারে।